বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২০ জুলাই ২০২২, ১৭:৩৮

রাশিয়াকে কখনও বায়রাখতার টিবি২ ড্রোন দেবে না তুরস্ক : সিইও

রাশিয়াকে কখনও বায়রাখতার টিবি২ ড্রোন দেবে না তুরস্ক : সিইও
অনলাইন ডেস্ক

বায়রাখতার টিবি২ ড্রোন কখনও রাশিয়াকে সরবরাহ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বায়রাখতার। কারণ হিসেবে সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে সাক্ষাৎকারে তিনি বলেন, ভয়াবহ রুশ আগ্রাসন এবং অসম হামলার মুখে রয়েছে ইউক্রেন।

রাশিয়ার সামরিক অভিযান প্রতিহতে বেশ ভালোভাবেই তুরস্কের নির্মিত ড্রোন বায়রাখতার টিবি২ কাজে দিচ্ছে ইউক্রেনের। তুরস্ক থেকে কেনা বেশ কয়েকটি আধুনিক ড্রোন দিয়ে রুশ সামরিক বহরে হামলার প্রমাণ রেখেছে। যা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফ্যাক্টর হয়ে উঠেছে। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, এই ড্রোন এখন রাশিয়াকে সরবরাহ করছে তুরস্কের উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়াকার।

যদিও সিএনএনে সাক্ষাৎকারে অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির সিইও হালুক বায়রাখতার। সিএনএনের সঞ্চালক জুলিয়া চ্যাটারলি এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করেন, আপনি কি রাশিয়াকে সরবরাহ করবেন? জবাবে বায়রাখতার বলেন, আমরা তাদের কিছুই সরবরাহ করিনি আর এমন কিছু করবোও না। কারণ আমরা ইউক্রেনকে সমর্থন করছি।

বায়রাখতার টিবি২ ড্রোন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের প্রতীক হয়ে উঠায় গর্ববোধ করেন প্রতিষ্ঠানটির সিইও। তুরস্কের কাছ থেকে ২০টি এই ড্রোন কিনেছিল ইউক্রেন। যেগুলো এখন ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ভূমিকা রাখছে। প্রতিটি বায়রাখতার টিবি২ সিস্টেমে রয়েছে ছয়টি ড্রোন,দুটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং আনুষঙ্গিক সামগ্রী। ফলে প্রাথমিকভাবে ইউক্রেন একটি পূর্ণাঙ্গ সিস্টেম কেনে। এসব ড্রোনের পাল্লা তিনশ’ কিলোমিটারের বেশি। টিকে থাকতে পারে ২৭ ঘণ্টা পর্যন্ত আর বহন করতে পারে চারটি পর্যন্ত লেজার গাইডেড অস্ত্র।

এগুলো কতটা স্পর্শকাতর?

বায়রাখতার টিবি২-এর মতো বর্তমান প্রজন্মের ড্রোনগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান হামলা এবং ইলেক্ট্রনিক্স যুদ্ধাস্ত্র শনাক্ত করতে সক্ষম। বায়রাখতার টিবি২-এর গতি ধীর, আকারে বড়, কম উচ্চতায় উড়তে সক্ষম এবং দূরনিয়ন্ত্রিত হওয়ায় এটি সহজে আঘাত হানতে পারে। তুলনামূলক দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেক্ট্রনিক্স যুদ্ধাস্ত্র ফাঁকি দিয়ে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে এটি।

সূত্র: আল জাজিরা, কাউন্সিল অব ফরেন রিলেশন্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়