বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ১৪:০৫

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার উন্নয়ন ঠেকাতে পারবে না : পুতিন

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার উন্নয়ন ঠেকাতে পারবে না : পুতিন
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা আমাদের উন্নয়ন ঠেকাতে পারবে না।

সোমবার তিনি দেশটির কৌশলগত উন্নয়ন ও জাতীয় প্রকল্পবিষয়ক এক বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। খবর ইয়েনি সাফাকের।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ওই বৈঠকে যুক্ত হন। সভায় তিনি সভাপতিত্ব করেন।

পুতিন বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা আমাদের উন্নয়নযাত্রাকে কোনোভাবে ব্যাহত করতে পারবে না। আমরা মোটেও পিছপা হব না।

তিনি প্রযুক্তি খাতে উন্নয়নের ওপর জোর দিতে বলেন। পুতিন বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদের প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়