প্রকাশ : ০২ মে ২০২২, ০৯:২২
বিশ্বে করোনায় মৃত্যু ৮৬৩, শনাক্ত কমেছে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৯১ হাজার ১০৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৮৬৩ জনের।
সোমবার (২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ২৯০ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৬১ হাজার ৩৯১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২১ জন এবং শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫১৮ জন। ইতালিতে আক্রান্ত ৪০ হাজার ৭৫৭ জন এবং মৃত ১০৫ জন। ফ্রান্সে আক্রান্ত ৪৩৬ হাজার ৭২৬ জন এবং মৃত ৩২ জন, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৩৭ হাজার ৭৭১ জন এবং মৃত ৮১ জন। থাইল্যান্ডে মৃত ৯১ জন এবং আক্রান্ত ১১ হাজার ৫৩৫ জন। ব্রাজিলে মৃত ১৬ জন এবং আক্রান্ত ৬ হাজার ২৫৪ জন। তুরস্কে মৃত ১২ জন এবং আক্রান্ত ১ হাজার ৪৮০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
সূত্র: ওয়ার্ল্ডোমিটার