বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০৯:৩৬

পরবর্তী ধাপের হামলার প্রস্তুতি রুশ সেনাদের

পরবর্তী ধাপের হামলার প্রস্তুতি রুশ সেনাদের
অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন রুশ সেনারা। ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা বলেছেন, মস্কোর পক্ষ থেকে ইউক্রেনে তাদের অধিকৃত এলাকাগুলোয় সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দেওয়ার পর রুশ সেনারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। সাম্প্রতিক দিনগুলোয় রুশ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বেশ কিছু শহর তছনছ হয়েছে এবং প্রায় অর্ধশতক মানুষ নিহত হয়েছেন। খবর রয়টার্সের

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের মুখপাত্র ভাদিম স্কিবিটস্কি বলেন, রুশ সেনারা কেবল সাগর ও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছেন না, তাঁরা সমানে সামনের দিকে গোলা ছুড়ছেন। এর পাশাপাশি তাঁরা বিমান ও হেলিকপ্টার দিয়ে কৌশলগত হামলা চালাচ্ছেন।

ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, রুশ বাহিনী স্পষ্টতই আক্রমণের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ সেনারা আবার সংগঠিত হচ্ছেন বলে মনে হচ্ছে। তাঁরা দনবাসের স্লোভিয়ানস্ক শহরে আক্রমণ জোরদার করছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক।

গতকাল রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের যেসব এলাকা এত দিন রুশ সেনারা দখলে নিয়েছিলেন, সেখানে তারা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছিল। কিন্তু রুশ সেনাদের ইউক্রেনের দখল করা এলাকা থেকে তাড়াতে নেতাদের প্রতিশ্রুতি ও ইউক্রেনের সেনাদের চাপে তারা হামলা জোরদার করছে।

ইউক্রেন বলছে, গত তিন দিনে রুশ সেনাদের গোলাবর্ষণে দনবাসের ৪০ জন নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার রাতে খারকিভ অঞ্চলের চুহুইভ শহরে রকেট হামলায় তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেহ সাইনেহুবভ। দক্ষিণাঞ্চলের দানিপ্রো নদীর কাছের নিকোপোল শহরে ৫০টির বেশি রুশ গ্রাড রকেট হামলার ঘটনা ঘটেছে এতে দুজন নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পূর্ব ইউক্রেন ও রাশিয়ার দখলে থাকা অন্যান্য এলাকায় ইউক্রেনের হামলা প্রতিরোধে অভিযান জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন। তাঁর মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শোহগু বলেন, কিয়েভের ছোড়া রকেটে বেসামরিক অবকাঠামো ও বাসিন্দাদের ক্ষতি হতে পারে।

এর আগে কিয়েভ দাবি করেছিল, পশ্চিমাদের সরবরাহ করা রকেট দিয়ে রুশ বাহিনীর ৩০টি লজিস্টিক ও অস্ত্রভান্ডারে সফলভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে তাদের বাহিনী। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, স্লোভিয়ানস্কের পূর্বে আলচেভস্ক শহরে যুক্তরাষ্ট্রের তৈরি রকেট দিয়ে হামলা করেন ইউক্রেনের সেনারা। এতে দুজন বেসামরিক ব্যক্তি নিহত হন। এ ছাড়া একটি বাস ডিপোর ক্ষতি হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর এ হামলার জবাবে রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু হামলা জোরদার করতে বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়