প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০৯:১১
এবার পুতিনের অসুস্থতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা কানাঘুষা শোনা যাচ্ছে। পুতিন ক্যান্সার আক্রান্ত, তিনি পারকিনসনে ভুগছেন, দ্রুত কমে আসছে তার চোখের দৃষ্টিশক্তি– রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর এ ধরনের একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবার পুতিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন।বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুতিন অসুস্থ বা তাকে হত্যা করা হতে পারে এমন জল্পনাকে ‘ইচ্ছাকৃত চিন্তাভাবনা’ বলে উড়িয়ে দিয়েছেন টনি রাদাকিন।
ইউক্রেনের যুদ্ধে ধাক্কা খেয়ে রাশিয়ার স্থল বাহিনী এখন হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
ইউক্রেনে ৫০ হাজার রুশ সেনা হয় মারা গেছে বা আহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল স্যার টনি রাদাকিন।
এছাড়া রাশিয়ার প্রায় ১৭ হাজার ট্যাংক এবং প্রায় চার হাজার সাঁজোয়া যুদ্ধ যান ধ্বংসের পাশাপাশি ৩০ শতাংশেরও বেশি স্থল যুদ্ধযান কার্যকারিতা হারিয়েছে টনি রাদাকিনের বরাত দিয়ে দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে।