প্রকাশ : ০১ মে ২০২২, ২০:২৯
ইউক্রেনের দুই বোমারু বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শনিবার রাতে ইউক্রেনের দুটি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে তাদের সেনারা।
তাদের দাবি, খারকিভে অঞ্চলে দুটি বোমারু বিমান গুলি করে মাটিতে নামানো হয়। খবর রয়টার্সের
তাছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওডেসা বিমানবন্দরে হামলা চালিয়ে বিমানবন্দরটির হ্যাঙ্গার ও রানওয়ে ধ্বংস করে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে।
তারা জানিয়েছে, ওডেসা বিমানবন্দরের হ্যাঙ্গার ও রানওয়েতে যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশী রাষ্ট্রগুলোর পাঠানো অস্ত্র ছিল।
সেই অস্ত্রগুলো লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয় বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে এর আগে শনিবার স্থানীয় সময় রাতে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় রাশিয়া মিসাইল হামলা চালিয়ে ওডেসা বিমানবন্দর পুরোপুরি অকার্যকর করে দিয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় ওডেসা বিমানবন্দরটির রানওয়ে মাত্র কয়েকদিন আগে তৈরি করা হয়েছিল। সেই বিমানবন্দরটিই রাশিয়া গুড়িয়ে দিয়েছে এবং পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
সূত্র: বিবিসি