বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ১২:০০

ফের যান্ত্রিক ত্রুটি! করাচিতে ভারতীয় বিমানের জরুরি অবতরণ

ফের যান্ত্রিক ত্রুটি! করাচিতে ভারতীয় বিমানের জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক

যান্ত্রিক গোলযোগের কারণে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করলো ইন্ডিগোর শারজা-হায়দরাবাদগামী একটি বিমান। তবে বিমানের যাত্রীরা সবাই নিরাপদে আছেন। ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১৭ জুলাই) ইন্ডিগোর শারজা-হায়দরাবাদ বিমানকে করাচি বিমানবন্দরে নামানো হয়। যান্ত্রিক গোলযোগের জেরেই পাইলট এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের করাচি থেকে আনার জন্য আরেকটি অতিরিক্ত বিমান পাঠানো হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের মাটিতে জরুরি অবতরণ করে ভারতের আরেকটি বিমান। গত ৫ জুলাই যান্ত্রিক গোলযোগের কারণে দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেট বিমানসংস্থার একটি যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ করা হয় করাচিতে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়