প্রকাশ : ০১ মে ২০২২, ২০:২৪
বুশরা বিবির বান্ধবীকে ‘নির্দোষ’ বললেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের বিরুদ্ধে আনা দুর্নীতির কোনো ভিত্তি নেই। ফারাহ খান নির্দোষ।
তার সঙ্গে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ফারাহ খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
ফারাহ খানের বিরুদ্ধে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো জ্ঞাত বহির্ভুত আয়, অর্থ পাচার ও ব্যবসার নামে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার অভিযোগ এনেছে।
ফারাহ খানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ইমরান খানকে জিজ্ঞেস করা হয়।
এর উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ফারাহ খানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এরকম অভিযোগ কি আনা যায়?
তিনি আরও বলেন, জ্ঞাত বহির্ভুত আয়ের কথা বলা হচ্ছে। সে কি সরকারি কর্মকর্তা নাকি জাতীয় পরিষদের সদস্য? শুধুমাত্র তাদের ক্ষেত্রেই জ্ঞাত বহির্ভূত আয়ের কথা বলা যায় ।
ইমরান আরও বলেন, ফারাহ ২০ বছর যাবত রিয়েল স্টেটের ব্যবসা করছে।
তারা বলছে তার নাকি তিন বছরে আয় অনেক বেড়ে গেছে। যারা রিয়েল স্টেটের ব্যবসা করে তাদের জিজ্ঞেস করুন এ ব্যবসায় কেমন আয়।
সবশেষে ইমরান বলেন, সারাহ পুরোপুরি নির্দোষ, আমি চাই সে যেন আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ পায়। সঠিক শুনানি হওয়া প্রয়োজন।
সূত্র: ডন অনলাইন