বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ২১:১৫

করোনা আক্রান্ত মরিয়ম নওয়াজ

করোনা আক্রান্ত মরিয়ম নওয়াজ
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। পজেটিভের বিষয়টি টুইট বার্তায় নিজেই জানিয়েছেন তিনি। খবর পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের।

মরিয়ম নওয়াজ শনিবার জানিয়েছেন, পাঞ্জাব উপ-নির্বাচনের আগে সমাবেশে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি বেশ কয়েকটি সমাবেশে অংশ নিয়েছিলেন পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম। এরপরই অসুস্থতা বোধ করলে করোনা পরীক্ষা করান তিনি। এই প্রথমবার করোনায় আক্রান্ত হননি গত বছরের জুলাই মাসেও পজেটিভ আসে তার।

করোনা মহামারি শুরুর পর থেকে পাকিস্তানের বেশিরভাগ এমপি, মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তীতে সুস্থ হয়ে ওঠেন তারা।

সম্প্রতি পাকিস্তানে সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় করোনার ষষ্ঠ ঢেউ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মাস্ক পড়া এবং সামাজিক দূরত্বের ওপর জোর দিচ্ছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়