প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ২১:১১
সহকর্মীদের ওপর গুলি চালিয়ে আত্মঘাতী ভারতীয় জওয়ান
ভারতে তিন সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হলেন ইন্দো-তিবেতিয়ান সীমান্ত পুলিশের এক জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে উধমপুরের দেবিকা ঘাট শিবিরে। গুলিবিদ্ধ তিন জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদনে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে। অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পূণ্যার্থীদের জন্য উপত্যকাজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। উধমপুরের দেবিকা ঘাট চত্বরে অমরনাথ যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব ছিল আইটিবিপির অষ্টম ব্যাটেলিয়ন।
সাড়ে তিনটার দিকে দেবিকা ঘাট কমিউনিটি সেন্টারের আইটিবিপির শিবিরে হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করেগুলি ছুড়ে ওই কনস্টেবল। গুলিবিদ্ধ হন তিনজন। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশাপাশে। কিছুক্ষণের মধ্যেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জওয়ান। ঘটনার পেছনের কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে প্রশাসন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।