বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ১৩:০৬

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪
অনলাইন ডেস্ক

মেক্সিকোর সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

দেশটির নৌবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনার আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মেক্সিকোর কর্মকর্তারা। খবর রয়টার্স ও গালফ নিউজের।

নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে, তবে এ ঘটনার সঙ্গে মাদক‘সম্রাট’ রাফায়েল কারও কুইন্তেরোর গ্রেফতারের কোনো সম্পর্ক আছে কিনা এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

শুক্রবারই সিনালোয়ার আরেক এলাকা থেকে কুইন্তেরোকে গ্রেফতার করে মেক্সিকো পুলিশ।

মেক্সিকোর মাদক পাচারের কেন্দ্রস্থল সিনালোয়ার শইক্স পৌরসভা থেকে তাকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়