প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ২১:৪৪
অবশেষে আইএমএফের সঙ্গে চুক্তিতে পৌঁছালো পাকিস্তান
অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান সরকার। ফলে অতিরিক্ত ১২০ কোটি ডলারের পাশাপাশি আরও অর্থ ছাড় পাবে দেশটি। এ চুক্তিকে পাকিস্তানের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বুধবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের জুনের শেষ পর্যন্ত সুবিধার মেয়াদ বাড়ানোর কথাও বিবেচনা করবে। বোর্ডের অনুমোদন সাপেক্ষে অতিরিক্ত ঋণ ছাড় হবে। পর্যায়ক্রমে পাকিস্তানকে মোট সাতশ কোটি ডলারের অর্থ সহায়তা দেওয়া হতে পারে।
জানা গেছে, আইএমএফের ফান্ডের কারণে খেলাপি থেকে বাঁচতে পারবে পাকিস্তান। তাছাড়া অন্যান্য দাতা সংস্থা ও দেশ থেকেও ঋণ পেতে পারে দেশটি। আগামী এক বছরের মধ্যে ঋণ পরিশোধ ও আমদানি ব্যয় মেটাতে পাকিস্তানের প্রয়োজন চার হাজার কোটি ডলারের বেশি।
পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগকারীদের ইতিবাচক সাড়ার কারণে পাকিস্তানি রুপি, ডলারের বন্ড ও শেয়ারের দাম বেড়েছে। বৈদেশিক মুদ্রার একটি সম্মানজনক রিজার্ভ ও ঋণ পরিশোধ করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত ৪১ বিলিয়ন ডলার প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে আবারও কমেছে ভারতীয় রুপির মান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে মোট ২৬ বার কমলো ভারতীয় এ মুদ্রার মান। এরই সঙ্গে সর্বকালের সর্বনিম্ন দামে পৌঁছালো রুপি।
বুধবার (১৩ জুলাই) বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড।