প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ১৪:০২
যে কারণে জার্মানিসহ ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ
রক্ষণাবেক্ষণের জন্য জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে ১০ দিন পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া।
জার্মানির অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক বলেছেন, নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে রাশিয়া শিগগির আবার গ্যাস সরবরাহ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।
সোমবার রাশিয়া এ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর পর থেকে জার্মানিসহ ইউরোপজুড়ে ভীতি ছড়িয়ে পড়েছে যে, রাশিয়া হয়তো এই পাইপলাইন আর চালু নাও করতে পারে।
জার্মান অর্থমন্ত্রী বলেন, আসন্ন শরৎ ও শীত মৌসুমে গ্যাসের স্বল্পতা নিয়ে জার্মানিতে মারাত্মক উদ্বেগ রয়েছে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, যদি বাজারে গ্যাস পাওয়া অসম্ভব হয়ে ওঠে তা হলে আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হবে।
সোমবার রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। বার্ষিক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাশিয়া।
কিন্তু গ্যাস পাইপলাইন বন্ধ করার পরই ইউরোপজুড়ে এই আশঙ্কা ছড়িয়ে পড়েছে যে, রাশিয়া পাইপলাইন আর হয়তো চালু করবে না।