বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ১২:৪০

রাশিয়াকে শত শত ড্রোন দিচ্ছে ইরান

রাশিয়াকে শত শত ড্রোন দিচ্ছে ইরান
অনলাইন ডেস্ক

‘ইউক্রেন হামলায় ব্যবহারের জন্য রাশিয়াকে শত শত ড্রোন দেওয়ার পরিকল্পনা করছে ইরান। তেহরান মস্কোকে যেসব ড্রোন দেওয়ার কথা ভাবছে তার মধ্যে আক্রমণের সক্ষমতাসম্পন্ন ড্রোনও আছে।’

উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকা সত্ত্বেও এ দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ দাবির বিষয়ে বিবিসি তাৎক্ষণিকভাবে মস্কো বা তেহরানের কোনো প্রতিক্রিয়া জানাতে পারেনি। বিবিসি।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে যেসব তথ্য এসেছে তাতে ইরান তাদের ড্রোন ব্যবহারে রুশ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এমন ইঙ্গিতও মিলেছে।

ইরান এরই মধ্যে রাশিয়াকে সেসব ড্রোন পাঠিয়ে দিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি, বলেছেন তিনি। ইউক্রেন যুদ্ধে ড্রোন খুবই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। শত্র“পক্ষের অবস্থান চিহ্নিত করা এবং লক্ষ্যে আঘাত হানতে ছোড়া গোলা ও ক্ষেপণাস্ত্রের দিক ঠিক করতে ড্রোন খুবই কার্যকরী। কয়েক দিন আগে ইউক্রেনও তার পশ্চিমা মিত্রদের কাছে রুশ বাহিনীকে মোকাবিলায় হাজার হাজার ড্রোন অনুদান চেয়েছে।

সুলিভান বলেছেন, ইরানের ড্রোন এর আগে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় ব্যবহৃত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ইসরাইল ও সৌদি আরব সফরে যাচ্ছেন, তার আগে আগেই সুলিভান রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহ করতে যাচ্ছে এমন বিস্ফোরক দাবি করলেন।

জার্মানিসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করলেন জেলেনস্কি : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানিসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারত, জার্মানি, চেক প্রজাতন্ত্র, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন। একটি ডিক্রি জারি করে পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কথা জানানো হলেও তাদের বরখাস্ত করার কোনো কারণ অবশ্য জানানো হয়নি। এ ছাড়া বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে নিয়োগ দেওয়া হবে কি না, তাৎক্ষণিক তা জানা যায়নি।

জার্মানি হলো ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি। এদিকে দেশটি রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ইউরোপের অন্য দেশের মতো সমর্থন ও সহযোগিতা না পাওয়ায় জার্মানির সঙ্গে ইউক্রেনের সম্পর্ক এখনো কিছুটা শীতল।

অন্যদিকে, ভারত হলো রাশিয়ার মিত্রদেশ। যুদ্ধ শুরুর পর ইউক্রেন যেভাবে ভারতের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছিল, পশ্চিমা বিশ্বের চাপ সত্তে¡ও নয়াদিলি­র কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি কিয়েভ।

বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের ১০ লাখ সেনা : ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলো পুনরুদ্ধার করতে ইউক্রেন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে ব্রিটিশ গণমাধ্যম টাইমস নিউজ পেপারসকে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ। তিনি জানিয়েছেন, এজন্য ১০ লাখ সৈন্যকে পশ্চিমা ও ন্যাটো দেশগুলো যেসব অস্ত্র ব্যবহার করে সেসব অস্ত্রে সজ্জিত করার কাজ চলছে।

ব্রিটিশ গণমাধ্যমটির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ আরও জানিয়েছেন, ইউক্রেনের দখলকৃত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো রুশ বাহিনীর কাছ থেকে স্বাধীন করতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, মাত্র তিন মাস আগেও ইউক্রেনের কাছে ৩০ বছরের পুরোনো সোভিয়েত আমলের অস্ত্র ছিল। কিন্তু এখন তাদের সেনাদের কাছে আধুনিক অস্ত্র আছে। এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনীতে রূপান্তর করতে দেশটির সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য।

এদিকে ইউক্রেনের সব নাগরিককে দ্রুততার সঙ্গে রুশ নাগরিকত্ব প্রদান করার লক্ষ্যে সোমবার একটি ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রদর্শিত এক নথিতে এ তথ্য জানানো হয়েছে। ডিক্রিতে বলা হয়েছে, ‘সহজ উপায়ে ইউক্রেনের সব নাগরিককে রুশ ফেডারেশনের নাগরিক হতে আবেদন করার অধিকার’ দেওয়া হলো। ইতোপূর্বে স্বঘোষিত বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক রিপাবলিক (ডিপিআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) এই সুযোগ দেওয়া হয়েছিল।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিন-এরদোগান ফোনালাপ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপকালে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ক্রেমলিন জানায়, এ সময় উভয় নেতা অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য বৃদ্ধি, লেনদেনের ক্ষেত্রে জাতীয় মুদ্রার ব্যবহার এবং রুশ জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করাসহ নানা বিষয়ে কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়