মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১১ জুলাই ২০২২, ২৩:১৩

হত্যার শিকার শিনজো আবের দলের বড় জয়

হত্যার শিকার শিনজো আবের দলের বড় জয়
অনলাইন ডেস্ক

হত্যার শিকার জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল দেশটির উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে।

সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।

এর আগে গত শুক্রবার (৮ জুলাই) এলডিপির এক প্রার্থীদের পক্ষে প্রচারের সময় বন্দুকধারীর গুলিতে মারা যান আবে।

উল্লেখ্য, জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। দেশটির সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ সালে অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেন।

এ ছাড়া তার দাদা ও চাচাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিনজো আবের বাবা ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সাবেক মহাসচিব ছিলেন।

সূত্র : আলজাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়