প্রকাশ : ১১ জুলাই ২০২২, ০৯:০৫
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে রান্না করছেন বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবন ‘টেম্পল ট্রি’ দখল করে সেখানে রান্না করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। শুধু তাই নয়, তাদেরকে সেখানে কেরাম খেলতেও দেখা গেছে।
এক বিক্ষোভকারী সংবাদ সংস্থা এএনআইকে জানান, আমরা প্রধানমন্ত্রী বিক্রমসিংহের বাসভবনে আছি এবং সেখানে রান্না করছি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে আমরা এখান থেকে চলে যাব।
এর আগে শনিবার (৯ জুলাই) সকালে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা তার সুইমিং পুলে নেমে উল্লাসে মেতে ওঠেন।
এরপর সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। যদিও তার আগেই র্বদলীয় সরকার গঠনের জন্য পদত্যাগের ইচ্ছে পোষণ করেন তিনি।
গোটাবায়া আগামী ১৩ জুলাই প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ নেই। ফলে মানুষের জন্য খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না দেশটিতে। দেশটির সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে।
সূত্র: এএনআই, হিন্দুস্তান টাইমস