প্রকাশ : ১০ জুলাই ২০২২, ১৯:১৩
দক্ষিণ আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৪
দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কাছে সোয়েটো শহরে একটি বারে বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১০ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, একদল লোক একটি মিনিবাসে এসে শনিবার গভীর রাতে বারে ঢুকে মানুষের ওপর গুলি চালায়। রোববার সকালে পুলিশ মৃতদেহ সরিয়ে নেয় এবং কী কারণে এই নির্বাচারে গুলি চালানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
গুরুতর আহত চারজনকে ক্রিস হানি বড়গওয়ানাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার রাতে ও রোববার ভোরে গোলাগুলির পর পুলিশ লেফটেন্যান্ট ইলিয়াস মাওয়েলা বলেন, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে আমাদের খবর দেওয়া হয়েছিল। যতক্ষণে আমরা ঘটনাস্থলে পৌঁছি, ততক্ষণে ১২ জন নিহত হয়।
তিনি বলেন, আহত অবস্থায় আরও ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে দুজন মারা যান, যার ফলে সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
ইলিয়াস মাওয়েলা বলেন, ঘটনাস্থলে পাওয়া কার্তুজের সংখ্যার ভিত্তিতে বলা যায় কয়েকজনের একটি দল এই হামলা চালায়।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, লোকেরা এখানে সয়য় উপভোগ করছিল, লাইসেন্সকৃত পানশালাটিতে সঠিক সময়ে কাজ চলছিল। হঠাৎ তারা কিছু গুলির শব্দ শুনতে পেল, তখনই লোকেরা পানশালা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। হামলার উদ্দেশ্য কী এবং কেন তারা এই লোকদের টার্গেট করেছিল, সে সম্পর্কে এই মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।
ইলিয়াস মাওয়েলা বলেন, হামলায় উচ্চ ক্যালিবার আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। লোকের প্রত্যেকে পানাশালা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছিল।
বারটি রাজধানীর জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তম জনপদ সোয়েটোর অরল্যান্ডো জেলায় অবস্থিত।
সূত্র : এপি, রয়টার্স