বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ১০ জুলাই ২০২২, ০৮:১৭

এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা

এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলো বিক্ষোভকারীরা
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভকারীরা জোর করে তার বাড়িতে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিক্ষোভকারীদের প্রবেশের আগেই প্রধানমন্ত্রী বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। যদিও কিছু গণমাধ্যম বলছে, হামলার সময় রনিল বিক্রমাসিংহে ভেতরে ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার গঠনের জন্য পদত্যাগের ইচ্ছে পোষণ করেন।

শুধু তাই নয়, এদিন সকালে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা তার সুইমিং পুলে নেমে উল্লাসে মেতে ওঠেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার কোনো রিজার্ভ নেই। ফলে মানুষের জন্য খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না দেশটিতে। দেশটির সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা, সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়