প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০৯:৩৫
ভারতের অমরনাথে প্রবল বৃষ্টিতে নিহত ১৫, নিখোঁজ ৪০
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অমরনাথের পবিত্র গুহা মন্দিরের কাছে মেঘ ভেঙে প্রবল বর্ষণে ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এটিকে মেঘ বিস্ফোরণ বলা হয়। এর মানে সীমিত ভৌগোলিক এলাকায় অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি হয়।
শুক্রবার (৮ জুলাই) সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানকার তীর্থযাত্রা স্থগিত করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো।
কিন্তু কঠিন ভূখণ্ডের কারণে রাতের বেলায় উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন। সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি-এর মুখপাত্র বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। বিপত্তির মাত্রা দেখে এলাকা প্লাবিত হওয়ার কারণে অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদি আবহাওয়া স্বাভাবিক হলে আবার তীর্থযাত্রা শুরু হতে পারে।
আইটিবিপি-র একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গুহার উপরিভাগে প্রবল বৃষ্টির পরে উপর এবং পাশ থেকে পানি আসতে থাকে।
এই সপ্তাহের শুরুতে খারাপ আবহাওয়ার কারণে অমরনাথ যাত্রা সংক্ষিপ্তভাবে স্থগিত করা হয়েছিল। দুই বছরের করোনা মহামারির কারণে বন্ধ থাকার পরে এ বছর ৩০ জুন তীর্থযাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে এক লাখেরও বেশি তীর্থযাত্রী মন্দিরে প্রার্থনা করেছেন।
সূত্র : এনডিটিভি