বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০৯:১৪

বিক্ষোভ ঠেকাতে কলম্বোয় কারফিউ জারি

বিক্ষোভ ঠেকাতে কলম্বোয় কারফিউ জারি
অনলাইন ডেস্ক

অর্থনৈতিক সংকটে দিশেহারা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সাধারণ মানুষ। দেশটিতে সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে গেলো কয়েকমাস ধরে চলছে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ।

শুক্রবার বিক্ষোভ ঠেকাতে হঠাৎ করেই দেশটির রাজধানী কলম্বোয় ও তার আশপাশের এলাকায় জারি করা হয়েছে কারফিউ। এতে বিপাকে পড়েছেন দেশের নাগরিকরা। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল কলম্বো। সেখানকার হাজারো ছাত্র–জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেন। এদিকে আজ শনিবারও বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার কথা জানিয়েছেন। এজন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আগে থেকেই কলম্বোয় কারফিউ জারি করেছে শ্রীলঙ্কা সরকার।

এ ব্যাপারে শ্রীলঙ্কার পুলিশ প্রধান চন্দনা বিক্রমারত্নে জানান, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে কলম্বো ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। এ সময় সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়