বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ২১:০৭

জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

ইউক্রেনে হামলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া সমালোচনা করায় জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শুক্রবার (৮ জুলাই) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ইউক্রেনে হামলার অভিযোগ তুলে রাশিয়ার বিরুদ্ধে কড়া সমালোচনা করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এসব বক্তব্যের প্রতিবাদে রুশ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনস্থল থেকে উঠে চলে যান।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। এসব সম্মেলনে বড় দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হলেও এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়