প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ১২:১২
চীন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বুধবার ইন্দোনেশিয়ার বালিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন।
জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তারা ইন্দোনেশিয়ার বালিতে গেছেন।
চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।
চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাশিয়াকে তারা সাহায্য করে যাচ্ছে।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটির সমালোচনা করেই রাশিয়াকে কূটনৈতিকভাবে সহযোগিতা করছে চীন।
তাছাড়া চীন রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করছে বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ সবসময় অস্বীকার করে থাকে এশিয়ার জায়ান্ট দেশটি।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তবে তিনি রাশিয়ার লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন না।
রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্টমন্ত্রীদের বৈঠক না হলেও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্লিঙ্কেন।
সূত্র: আল জাজিরা