বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ১২:১০

২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের জেল রাজ বাব্বরের

২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের জেল রাজ বাব্বরের
অনলাইন ডেস্ক

২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা হয়েছে বলিউড অভিনেতা ও কংগ্রেস নেতা রাজ বাব্বরের।

নির্বাচন কর্মকর্তাকে হেনস্থা করার অপরাধে বৃহস্পতিবার অভিনেতা-রাজনীতিককে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশের একটি আদালত।খবর টাইস অব ইন্ডিয়ার।

সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে বাব্বরকে একইসঙ্গে সাড়ে আট হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে লাখনৌ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়ছিলেন রাজ বাব্বর। কার প্রতিপক্ষ ছিলেন অটলবিহারী বাজপেয়ী। ভোটের সময় এক নির্বাচন কর্মকর্তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন বাব্বর।

এর পরেই ওই বছরের ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বাব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচন কর্মকর্তা। তার অভিযোগ ছিল, পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বাব্বর ও তার সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে।

তার নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই কর্মকর্তা। সেই মামলাই চলল এত বছর ধরে। বৃহস্পতিবার বিচারক যখন সাজা শোনাচ্ছেন, তখন আদালতেই উপস্থিত ছিলেন বাব্বর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়