প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ১৩:১৯
৪০ মন্ত্রীর পদত্যাগ, মসনদ টিকিয়ে রাখতে মরিয়া বরিস
ঋষি সুনাক এবং সাজিদ জাভিদ দিয়ে শুরু। এরপর বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যের মন্ত্রিসভার ৪০ জনের বেশি মন্ত্রীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
ব্রিটেনের কেলেঙ্কারিতে জর্জরিত প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবিতে দেশটির মন্ত্রীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়লেও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বরিস জনসন। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে, পদত্যাগ করতে বলায় এবার দলের এক শীর্ষ মন্ত্রীকে বহিষ্কার করেছেন জনসন।
সমালোচনার জেরে কমিউনিটি সেক্রেটারি মাইকেল গভকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন বরিস জনসন।
জনসনের সংসদীয় প্রাইভেট সেক্রেটারি জেমস ডুড্রিজ স্কাই নিউজকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির মধ্যে তীব্র বিদ্রোহ এবং মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের পর তার প্রধানমন্ত্রিত্ব রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বরিস জনসন।
মঙ্গলবার অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ প্রথম পদত্যাগ করেন। এরপর শিক্ষামন্ত্রী উইল কুইন্সসহ বেশ কয়েকজন বুধবার পদত্যাগ করা শুরু করেন। ধীরে ধীরে পদত্যাগকারীদের সংখ্যা বাড়তে থাকে।
বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তাকে যে তীব্র প্রশ্নবানের মুখোমুখি হতে হয়, সেখানে অবশ্য তিনি বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে জনগণ তাকে বিপুল ম্যান্ডেট দিয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান।