বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ১২:৩৯

ইরানে ‘গুপ্তচরবৃত্তি’: ব্রিটিশসহ কয়েকজন বিদেশি কূটনীতিক গ্রেফতার

ইরানে ‘গুপ্তচরবৃত্তি’: ব্রিটিশসহ কয়েকজন বিদেশি কূটনীতিক গ্রেফতার
অনলাইন ডেস্ক

ইরানে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিককে গ্রেফতার করেছে দেশটির বিপ্লবী গার্ড। বার্তা সংস্থা ফার্স এবং রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগ ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে বিদেশি দূতাবাসের কূটনীতিকদের চিহ্নিত করে গ্রেফতার করেছে।

পরবর্তীতে জাইলস হুইটেকার নামে এক ব্রিটিশ কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করা হয় বলেও ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে। হুইটেকার ২০১৮ সাল থেকে তেহরানে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।

অবশ্য অন্য বিদেশি কূটনীতিকদের জাতীয়তা, তারা সংখ্যায় কতজন কিংবা তাদের কবে গ্রেফতার করা হয় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই কূটনীতিকদের গ্রেফতারের ঘটনা ঘটল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়