বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৭ জুলাই ২০২২, ১২:৩৭

উত্তেজনার মধ্যেই জি২০ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

উত্তেজনার মধ্যেই জি২০ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি২০ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পৌঁছেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর চরম উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছেন।

সম্মেলনের ফাঁকে অন্যান্য জি২০ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের লাভরভের পরিকল্পনা রয়েছে বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে লাভরভ দেখা করবেন না জানা গেছে।

রয়টার্স জানায়, শুক্রবার অনুষ্ঠেয় সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সম্মেলন স্থল বালির নুসা দুয়া এলাকায় জড়ো হতে শুরু করেছেন। সেজন্য বৃহস্পতিবার রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দুদিনের বৈঠকে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়