বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০৮:১০

নরওয়ের সঙ্গে সেই চুক্তি বাতিলের দাবি রাশিয়ায়

নরওয়ের সঙ্গে সেই চুক্তি বাতিলের দাবি রাশিয়ায়
অনলাইন ডেস্ক

২০১০ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে রাশিয়া-নরওয়ে। ব্যারেন্টস সাগর নিয়ে এ দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটি নিরসনের উদ্দেশ্যে চুক্তিটি করা হয়।

ন্যাটো সদস্যভুক্ত দেশ নরওয়ের সঙ্গে এ চুক্তিটি বাতিলের দাবি করেছেন রাশিয়ার সংসদের স্পিকার। তিনি রাশিয়ার প্রবীণ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন বিষয়টি দেখেন।

নরওয়ে রাশিয়ার অধিভুক্ত সাভালবার্ড আর্কিপেলোগো অঞ্চলে খাদ্য পণ্য সরবরাহ আটকে দিয়েছে এমন অভিযোগের ওপর করা প্রশ্নের উত্তরে রাশিয়ার সংসদের স্পিকার এ আহ্বান জানান।

স্পিকার ভায়াচেসলাভ ভোলোদোলিন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রতি আহ্বান জানান, তারা যেন চুক্তি বাতিলের বিষয়টি ভেবে দেখেন।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির সঙ্গে তেল ও গ্যাসসহ সব ধরনের নতুন ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় নরওয়ে।

তাছাড়া ন্যাটো সদস্যভুক্ত দেশ হওয়ায় তারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর সব ব্যবস্থায় সায় দেয়।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়