শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১১:১১

কাবুলে মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, ৫০ জন মুসল্লি নিহত

কাবুলে মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, ৫০ জন মুসল্লি নিহত
অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে জুমার নামাজের পর একটি শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনেরও বেশি মুসল্লি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৯ এপ্রিল) কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে।

এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

মসজিদের প্রধান সাইদ ফাজিল আঘা বলেন, আত্মঘাতী কোনো হামলাকারী নামাজে অংশ নিতে পারেন।

এদিকে পবিত্র রমজান মাসে আফগানিস্তানে মুসল্লিদের টার্গেট করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারও (২৮ এপ্রিল) আফগানিস্তানের মাজার-ই-শরিফে আলাদা দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হন।

উল্লেখ্য, তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটিতে জনসমাগমস্থলে হামলা বেড়ে গেছে। এসব ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়