মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে

প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ০৭:৫২

আরাফাতের ময়দানে খুতবা দেবেন শায়খ আবদুল করিম আল ঈসা

আরাফাতের ময়দানে খুতবা দেবেন শায়খ আবদুল করিম আল ঈসা
অনলাইন ডেস্ক

আরাফাতের ময়দানে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। সৌদি আরবের স্থানীয় সময় আগামী ৯ জিলহজ এ খুতবা দেবেন। একই সঙ্গে তিনি মসজিদে নামিরাতে নামাজেও ইমামতি করবেন।

সম্প্রতি হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য তাকে নিযুক্ত করেন।

শায়খ মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা উচ্চ উলামা পরিষদের সদস্য এবং রাবেতাতু আল-আলাম আল-ইসলামির সেক্রেটারি জেনারেল।

মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক। তিনি দেশটির সাবেক বিচারমন্ত্রী। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এদিকে, এ বছরও হজের আরবি খুতবা বাংলাসহ ১৪ ভাষায় শোনা যাবে। বাংলায় হজের খুতবা শোনা যাবে এ ওয়েবসাইটে https://manaratalharamain.gov.sa।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়