প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৪:১১
পদত্যাগের গুজব নাকচ করলেন পোপ ফ্রান্সিস
শিগগিরই পদত্যাগ করবেন এমন জল্পনাকে খারিজ করে দিয়ে পোপ ফ্রান্সিস আশা প্রকাশ করেন, জুলাইয়ের শেষের দিকে কানাডা ভ্রমণের পরে মস্কো ও কিয়েভ সফর করবেন।
সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে রয়টার্সকে পোপ আরও বলেন, গ্রীষ্মের শেষে পরিকল্পিত অবসর ঘোষণা করার ধারণা ‘কখনো আমার মনে আসেনি’।
সঙ্গে আবারও জানান, যে কোনো দিন পদত্যাগ করতে পারেন যেমনটা ২০১৩ সালে ইমেরিটাস পোপ ষোড়শ বেনেডিক্ট করেছিলেন।
পোপ ফ্রান্সিস জানান, হাঁটুর সমস্যার কারণে এক মাসেরও বেশি সময় ধরে হুইলচেয়ার ব্যবহার করছেন। হাঁটুর লিগামেন্ট ফুলে যাওয়া অবস্থায় তার একটি ‘ছোট ফ্র্যাকচার’ হয়।
তিনি বলেন, লেজার এবং ম্যাগনেট থেরাপির মাধ্যমে এটি ধীরে ধীরে ভালো হচ্ছে।
পোপ ফ্রান্সিসের চলতি সপ্তাহে কঙ্গো ও দক্ষিণ সুদানে যাওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে আরও থেরাপি থাকায় সফর বাতিল করেন তিনি।