বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৩:৫৬

পশ্চিমবঙ্গসহ ভারতের ১০ রাজ্যে করোনার নতুন প্রজাতির হানা

পশ্চিমবঙ্গসহ ভারতের ১০ রাজ্যে করোনার নতুন প্রজাতির হানা
অনলাইন ডেস্ক

আবারও করোনার বাড়বাড়ন্ত চলছে ভারতে। বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন ইসরায়েলের এক বিজ্ঞানী। তিনি জানালেন, পশ্চিমবঙ্গসহ দেশটির ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে।

ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত শে ফ্লেইশন টুইটারে লিখেছেন, ‘ভারতের ১০টি রাজ্য ও সাতটি দেশে ৮৫টি সিকোয়েন্স পাওয়া গিয়েছে। তবে ভারতের বাইরে নয়া প্রজাতিতে সংক্রমণের খবর মেলেনি।’

আরও জানিয়েছেন, চলতি বছরের ২ জুলাই করোনার এই নতুন ধরনে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৭ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৩। দিল্লি, জম্মু, উত্তরপ্রদেশে একজনের দেহে কভিডের বিএ.২.৭৫ পাওয়া গেছে। সব মিলিয়ে ভারতে মোট ৬৯ জন সংক্রমিত হয়েছে।

এই প্রসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) শীর্ষ বিজ্ঞানী সমীরণ পাণ্ডা বলেছেন, ‘‘ভাইরাস যেহেতু রয়েছে, ফলে নতুন প্রজাতির সংক্রমণ ঘটবেই। ভাইরাসের রূপ বদল হতই থাকে। এতে অস্বাভাবিকতা কিছু নেই।’’

এ প্রসঙ্গে ইসরায়েলি বিজ্ঞানী শে কী বলছেন? তিনি জানিয়েছেন, প্রজাতিটি কতটা দাপট দেখাবে এত শিগগিরই এ ব্যাপারে বলা যাবে না। তবে একে ঘিরে উদ্বেগ রয়েছে।

জিনোমিক ডেটা প্ল্যাটফর্ম নেক্সটস্ট্রেনের দাবি, ভারত ছাড়াও সাতটি দেশে এই প্রজাতির হদিস পাওয়া গেছে। অন্য দেশগুলো হলো জাপান, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়