প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ২০:০৬
এবার রুশ সেনাদের নজর দোনেৎস্কে
ইউক্রেন আগ্রাসনে রুশ সেনারা এখন পূর্ণ নজর দেবে দোনেৎস্কে। তাদের লক্ষ্য এর মাধ্যমে পুরো দোনবাস দখলের চেষ্টা।
সোমবার (৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই।
বলে রাখা ভালো, দোনবাসের দুটি অঞ্চল লুহানেস্ক এবং দোনেৎস্ক। এরই মধ্যে রাশিয়ান সেনারা লুহানেস্ক পুরোপুরি দখল নিয়েছে।
লুহানেস্ক মেয়র বলেন, তাদের (রুশ সেনাদের) প্রধান লক্ষ্য হলো দোনবাস প্রদেশ। এতে করে স্লোভিয়ানেস্ক এবং বাখমুত হামলার শিকার হবে। বাখমুতে গোলাবর্ষণ শুরু হয়েছে।
লুহানেস্কের সর্বশেষ শহর লিসিচান্সক থেকে ইউক্রেনের সেনাদের সরে যাওয়ার ব্যপারে মেয়র সেরহি হাইদাই বলেন, লুহানেস্ক হারানো কষ্টের। কারণ এটি ইউক্রেনের অঞ্চল। ব্যক্তিগতভাবে আমার জন্য এটি বিশেষ (কষ্টের), কারণ আমার জন্মস্থান এ লুহানেস্ক। তাছাড়া এটির প্রধানও ছিলাম আমি।
ইউক্রেনের সেনাদের জীবন বাঁচাতেই লিসিচানস্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের সেনাদের ঘিরে ফেলেছিল রাশিয়া। তাইতো কেন্দ্রীয়ভাবে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, রোববার লুহানেস্কের সর্বশেষ শহর লিসিচানস্ক দখল করে পুরো লুহানেস্ক আয়ত্তে নিয়েছে রুশ বাহিনী।