প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১৬:৫৮
রাশিয়ার বিরুদ্ধে খারকিভে স্কুল ধ্বংসের অভিযোগ
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি স্কুল ধ্বংসের অভিযোগ উঠেছে। সোমবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে স্থানীয় আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ সিনহুবভ এমন অভিযোগ করেছেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ওলেহ সিনহুবভ বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে খারকিভের শেভচেনকোভস্কি জেলায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মাধ্যমিক বিদ্যালয় ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা একটি মাধ্যমিক বিদ্যালয়কে তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে। এখন উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন।’
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়।
তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।