প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১৯:৩২
রাশিয়ার বেলগোরোড শহরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং বহু বাড়ি-ঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার এই সীমান্তবর্তী অঞ্চলের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে রবিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনিজন নিহত হওয়ার পাশাপাশি বিস্ফোরণে ১১টি অ্যাপার্টমেন্ট ভবন এবং অন্তত ৩৯টি ব্যক্তিগত আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি জানিয়েছেন, এর মধ্যে পাঁচটি ভবন ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণের পর শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এদিকে বিবিসি বলছে, গভর্নরের এই বিবৃতি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, গ্ল্যাডকভ বলেছেন, বিস্ফোরণের এই ‘ঘটনা’ তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং ১০ বছর বয়সী ছেলেসহ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলগোরোড শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিমি (২৫ মাইল) উত্তরে অবস্থিত। প্রায় ৪ লাখ বাসিন্দার এই শহরটি মূলত বেলগোরোড অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।
মস্কো অবশ্য ইউক্রেনে তাদের এই আগ্রাসনকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আখ্যায়িত করছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়।