বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১১:৫১

যুক্তরাষ্ট্রে ৩ পুলিশকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ৩ পুলিশকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিবিসি ও সিবিএস নিউজের তথ্য মতে, গত ৩০ জুন পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাসহ এক ব্যক্তিকে ধরতে গেলে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা গোলাগুলি শেষে পরিবারের সদস্যদের মধ্যস্থতায় অভিযুক্ত ল্যান্স স্টোরজকে সহেফাজতে নেয় পুলিশ।

স্টোরজের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা ও দায়িত্ব পালনকারী কুকুর হত্যা ও হত্যাচেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।

কেন্টাকি রাজ্য পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি, সিবিএস নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়