প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১১:১১
রাশিয়া-ইউক্রেন উভয়েরই লিসিচানস্ক নিয়ন্ত্রণের দাবি
ইউক্রেনের পূর্বাঞ্চল নগরী লুহানস্কের শহর লিসিচানস্ক দখলে কয়েকদিন ধরে তীব্র লড়াইয়ের পর রাশিয়া শহরটি দখলে নেওয়ার দাবি করছে। এদিকে ইউক্রেনও শহরটি তাদের নিয়ন্ত্রণে থাকার কথা জোর দিয়ে বলছে।
ইউক্রেন বলছে, দেশটির সৈন্যবাহিনী সেখানে রুশ বাহিনীর তীব্র গোলাবর্ষণের মধ্যে টিকে আছে। তবে রাশিয়া শহরটি দখলে নিতে পারেনি।
তবে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বলছে, তারা শহরটিতে ঢুকতে পেরেছে এবং এর কেন্দ্রে পৌঁছেছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিচ্ছিন্নতাবাদী বা রুশ সৈন্যরা রাস্তাগুলোতে প্যারেড করছেন। রাশিয়ান সূত্রগুলোকে শহরের ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক কেন্দ্রে সোভিয়েত পতাকা রাখার ভিডিও টুইট করতে দেখা গেছে। তবে তা যাচাই করা যায়নি।
লুহানস্ক প্রদেশের এই শহরটিই কেবল ইউক্রেনের দখলে রয়েছে।
গত মাসে পার্শ্ববর্তী শহর সেভারোদনেটস্ক দখলে নেয় রুশ বাহিনী।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদা বলেন, লিসিচানস্ক শহরটি দখলে নিতে রুশ বাহিনী সবদিক থেকে এগোচ্ছে।