বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০৯:১৪

টুইটারকে শেষবার সতর্ক করল ভারত

টুইটারকে শেষবার সতর্ক করল ভারত
অনলাইন ডেস্ক

টুইটারের সঙ্গে ভারত সরকারের ঝামেলা শেষই হচ্ছে না। দেশটির নতুন তথ্যপ্রযুক্তি আইন মানতে বারবার বলা হলেও টুইটার সেটা মানছে না। এবার শেষবারের মতো নোটিশ দিয়ে তাদেরকে সতর্ক করেছে মোদি সরকার।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, টুইটার ইন্ডিয়াকে ৪ জুলাইয়ের মধ্যে তথ্যপ্রযুক্তি নিয়ম মেনে চলার শেষ সুযোগ দিয়েছে ভারত সরকার। প্রতিষ্ঠানটিকে পাঠানো নোটিশে বলা হয়েছে, গত ৬ ও ৯ জুন পাঠানো নোটিশ মেনে চলতে ব্যর্থ হয়েছে টুইটার। ভারত সরকারের সব শর্ত মানতে হবে টুইটারকে। অন্যথায় ভারতে তারা অন্তর্বর্তীকালীন সুরক্ষা হারাবে। ফলে যাবতীয় পোস্টের জন্য দায় নিতে হবে টুইটারকেই।

ভারত সরকারের অভিযোগ, তথ্যপ্রযুক্তির আইনের একটি ধারায় কিছু বিষয়বস্তু প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেয়ার নোটিশগুলোতে কাজ করতে ব্যর্থ হয়েছে টুইটার। এমন অবস্থায় প্রতিষ্ঠানটি যদি তথ্য ও প্রযুক্তি আইন লঙ্ঘন করতে থাকে, তাহলে আইনের অধীনেই এর প্রতিক্রিয়া পাবে।

দেশটির তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, কোনো ব্যবহারকারী অপরাধমূলক কিংবা অবমাননাকর কোনো কিছু পোস্ট করলে তার দায়ভার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানকেই নিতে হবে। সেটা টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেকোনো প্রতিষ্ঠানই হতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়