বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১০:৩৭

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে
অনলাইন ডেস্ক

শিবসেনা বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে গতকাল মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে তার নেতৃত্বে দলটির একটি বড় অংশ 'স্বভাবগত মিত্র' বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ৩১ মাস বয়সী উদ্ধব ঠাকরে সরকারকে অপসারণ করে।

২ জুলাই থেকে মহারাষ্ট্র বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এদিকে, শিন্ডে গোয়ায় ফিরে এসেছেন, যেখান থেকে বিদ্রোহী বিধায়করা প্রচারণা করছেন।

এছাড়া বিজেপির দেবেন্দ্র ফড়নবিস, যিনি শীর্ষ পদটি নেবেন বলে ধারণা করা হয়েছিল, তিনি মাত্র তিন ঘণ্টা পর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি বলেন, তিনি 'সরকারের বাইরে থাকবেন এবং এটি সুষ্ঠুভাবে চালানো নিশ্চিত করবেন'।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, শিন্ডে বিজেপির পূর্ণ সমর্থন পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফড়নবিস এবং অন্যান্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানিয়ে একনাথ শিন্ডে বলেন, এটা তাদের মহানুভবতা। বিধানসভায় তাদের একটা বড় ম্যান্ডেট (সমর্থন) ছিল। তবুও তারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। এটা কে করে?

উদ্ধব ঠাকরে ৩১ মাস বয়সী মহা বিকাশ আঘাদি (এমভিএ) সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ২৪ ঘণ্টারও কম সময় পরে ৫৮ বছর বয়সী শিন্ডে মুম্বাইয়ের রাজভবনে শপথ গ্রহণ করেন।

বুধবার উদ্ধব ঠাকরের পদত্যাগের কয়েকদিন আগে শিন্ডে কমপক্ষে ৩৯ জন শিবসেনা বিধায়ককে সঙ্গে নিয়ে বিদ্রোহের নেতৃত্ব দেন। তাদের অভিযোগ, কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট ভেঙে দিতে শিবসেনা বিধায়কদের দাবি উপেক্ষা করেছেন ঠাকরে।

ফড়নবিস বলেন, বালাসাহেব সারাজীবন যাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, শিবসেনা জোট বাঁধতে তাদেরকে বেছে নিয়েছিল। শিবসেনা জনগণের রায়কে অপমান করেছে।

শিন্ডে শিবির জোর দিয়ে বলছে, তারা এখন প্রকৃত শিবসেনা, যেহেতু উদ্ধব ঠাকরে দলে সংখ্যালঘু। 'এটা প্রশ্ন নয় আসল শিবসেনা কে? আমাদের আইনি সংখ্যাগরিষ্ঠতা আছে এবং তাই আমরাই আইনসভার দল', বলেন তিনি।

ঠাকরে সরকারের একজন শীর্ষ স্থানীয় মন্ত্রী ছিলেন শিন্ডে। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য ৫০ জন বিধায়কের সমর্থন নিয়ে (এমভিএ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার) সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়