বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৩:১৬

হামলা জোরদার করেছে রাশিয়া: জেলেনস্কি

হামলা জোরদার করেছে রাশিয়া: জেলেনস্কি
অনলাইন ডেস্ক

ইউক্রেনের দোনবাসে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অন্যান্য অঞ্চলেও চলছে এ আগ্রাসন। গত রাতে নিয়মিত ভিডিওবার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এমন দাবি করেছেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, মাইকোলাইভে একটি আবাসিক এলাকায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। তাতে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বেসামরিক স্থাপনা টার্গেট করেই সব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন দাবি জেলেনস্কির।

খারকিভ ও সামি অঞ্চলের একাধিক এলাকায় গোলাগুলি চলছে বলেও তিনি জানান।

এদিকে ক্রেমেনচুকের শপিংমলে হামলার দায় অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি তার বাহিনী। কারণ কোথায় কী আছে তা জানার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। মারিউপোলের থিয়েটারে রুশ বাহিনীর জোড়া বিমান হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংগঠনটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়