প্রকাশ : ৩০ জুন ২০২২, ১১:১৩
ইউক্রেনে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনে আরও ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটি এ প্রতিশ্রুতি দেয়। সামরিক সহায়তার মধ্যে বিমান ও ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। খবর এএফপির।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, কিয়েভে যুক্তরাজ্যের নতুন সহায়তার ফলে এ পর্যন্ত ইউক্রেনে সামরিক সহায়তার পরিমাণ পৌঁছেছে ২৩০ কোটি পাউন্ডে।
ডাউনিং স্ট্রিটের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম প্রভৃতি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলা বর্বরোচিত। বিশ্বের কাছে এ যুদ্ধের অসারতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেনের সাধারণ মানুষের পাশে যুক্তরাজ্য থাকবে, যাতে পুতিন ইউক্রেনে ব্যর্থ প্রমাণিত হন বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনে ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সহায়তা যুক্তরাজ্যই প্রথম দিয়েছে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণও দিয়েছে যুক্তরাজ্য।