বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ২৯ জুন ২০২২, ১৮:৫২

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গেলেন ইউক্রেনে

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গেলেন ইউক্রেনে
অনলাইন ডেস্ক

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ‘শান্তি প্রতিষ্ঠা’ করার চেষ্টার অংশ হিসেবে বুধবার ইউক্রেন সফর শুরু করেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা এবং ইউক্রেনের বন্দরে আটকে থাকা খাদ্য শস্য ছাড়িয়ে নেওয়ার বিষয়টি আলোচনা করতে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান।

গণমাধ্যম আল জাজিরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে ট্রেনে করে কিয়েভ যান প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ইউক্রেন সফর শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া সফরে যাবেন। সেখানে তিনি দেখা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের চেয়ারম্যান। এ জোটের পরবর্তী সামিটটি আয়োজন করবে ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশেষ করে আলোচনা করবেন বন্দরে আটকে থাকা খাদ্যশস্যগুলো নিয়ে।

যুদ্ধের কারণে যেন সাধারণ মানুষ খাদ্যকষ্টে না পড়েন সেটি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ওপর।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়