বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ২৯ জুন ২০২২, ১৬:১৭

যুক্তরাষ্ট্রে লরি থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রে লরি থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযোগ গঠন
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পরিত্যক্ত লরি থেকে ৫১ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা মেক্সিকোর নাগরিক।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন অভিবাসন ও কাস্টমস দফতরের তদন্তকারী সংস্থার একজন ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট ইনচার্জ এ ঘটনার সঙ্গে মানবপাচারের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।

অভিযুক্ত দুই মেক্সিকান নাগরিকের নাম জুয়ান ফ্রান্সিসকো ডি'লুনা-বিলবাও এবং জুয়ান ক্লাউডিও ডি'লুনা-মেন্ডেজ বলে জানা গেছে। তাদের দুই জনকে আলাদা আলাদাভাবে আটক করা হয়েছে।

আদালতের নথি এবং কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকালে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে।

সন্দেহভাজন হিসেবে তৃতীয় আরও একজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি একজন মার্কিন নাগরিক। তিনি লরিটির চালক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধেও অভিযোগ আনা হবে বলে প্রতীয়মান হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়