প্রকাশ : ২৯ জুন ২০২২, ০৯:৩৫
স্বজন হারা আফগান শিশুর ছবি ভাইরাল
ভূমিকম্পে পরিবারের সবাইকে হারানো এক শিশু লাখো মানুষের দয় ছুঁয়েছে। তার একটি ছবি টুইটারে পোস্ট করেন আফগান সাংবাদিক সায়েদ যিয়ারমাল হাশেমি। ছবিটি পোস্ট করার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে হৃদয়গ্রাহী মন্তব্য করেন। এ সময় অনেকে সাহায্যও পাঠাতে চান। জিও নিউজ।
সাংবাদিক হাশেমি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সম্ভবত শিশুটির পরিবারের আর কেউ বেঁচে নেই। ভূমিকম্পে তার পরিবারের সব সদস্যের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারাও বলেছেন, শিশুটির পরিবারের কাউকে জীবিত খুঁজে পাচ্ছেন না তারা। শিশুটিকে দেখে আমার মনে হয়েছে, তার বয়স সর্বোচ্চ তিন বছর হতে পারে।’
হাশেমি ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য তোলা শুরু করেছেন। ভয়াবহ এ ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ভূকম্পন ২০ মাইল দূরে পাকিস্তানেও অনুভূত হয়। শিশুর ছবিটি ৮২ হাজার বার রিটুইট করা হয়েছে এবং চার লাখ ৫৯ হাজার জন লাইক দিয়েছেন। ঘোষণা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করার কাজ করছে স্থানীয় প্রশাসন।