প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৪:৫৪
ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা, নতুন শনাক্ত ১৭ হাজার
ভারতের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩৯ জন। (২৭ জুন) সোমবার সকাল ৮টায় এ খবর জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত দিনের সঙ্গে তুলনা করলে রবিবার ভারতে দৈনিক করোনা আক্রান্ত বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
রবিবার ভারতে ২৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। দৈনিক করোনা সক্রিয়তার হার পৌঁছেছে ৪.৩৯ শতাংশে। সাপ্তাহিক করোনা সক্রিয়তার হার ৩.৩০ শতাংশ। রবিবার পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪২০ জন। সুস্থতার হার ৯৮৮.৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
রাজ্যভিত্তিক করোনা সংক্রমণে এগিয়ে মহারাষ্ট্র। সবশেষ রাজ্যে ৬ হাজার ৪৯৩ জন কোভিডে শনাক্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ জন। মুম্বাইয়ের পর সংক্রমণ বেশি তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গুজরাট ও তেলেঙ্গনা রাজ্যে।
সূত্র: এনডিটিভি