বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৪:৫০

জি-৭ সম্মেলনে ভাষণ দেবেন জেলেনস্কি

জি-৭ সম্মেলনে ভাষণ দেবেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক

জার্মানিতে শুরু হওয়া জি-৭ সম্মেলনে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শীর্ষ অর্থনৈতিক দেশগুলোকে নিয়ে গঠিত এই জোটের তিনদিনের সম্মেলনে আজ সোমবার (২৭ জুন) অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোতে বলা হচ্ছে, সম্মেলনের দ্বিতীয় দিনে ইউক্রেন যুদ্ধ ইস্যু প্রাধান্য পাবে। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি কিয়েভকে উন্নত প্রযুক্তির অস্ত্র সহায়তা দিতে জি-৭ নেতাদের চাপ দিতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

জেলেনস্কির পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসেও ভার্চুয়ালি যুক্ত হবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সংকটের বিষয়টি তুলবেন ধরবেন বলে জানা গেছে। ইউক্রেনের বন্দর থেকে শস্য রফতানিতে রাশিয়া বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ।

জি-৭ অন্তর্ভুক্ত দেশ ব্রিটেন, কানাডা,জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র। গত ২৬ রবিবার জার্মানির দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে জি-৭ সম্মেলন। শেষ হবে আগামী (২৮ জুন) মঙ্গলবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়