বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২৬ জুন ২০২২, ১৫:৩৮

২৪ ঘণ্টায় ৪৫ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া : জেলেনস্কি

২৪ ঘণ্টায় ৪৫ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া : জেলেনস্কি
অনলাইন ডেস্ক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জোরদার করেছে রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী।

প্রতিদিনের মতো গত রাতে ভিডিও ভাষণে তিনি বলেন, 'ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জায়গায় ৪৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তাদের হামলা শুধু আমাদের অবকাঠামোকেই ধ্বংস করছে না, আমাদের জনগণের ওপর অত্যন্ত নিষ্ঠুর আচরণ'।

ভাষণে ইউক্রেনের লুহানস্ক, ডোনেস্ক, সেভেরোডোনেস্কসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের হারানোর সব শহর পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

রাশিয়া ইউক্রেনের সেভেরোডোনেস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে (২৫ জুন) শনিবার নিশ্চিত করেছে লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই। কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই এখানে ব্যাপক হামলা শুরু করে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে হতাহত এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সেভেরোডোনেস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে আসার নির্দেশ দেওয়া হয়। রাশিয়ার হামলায় শহরটি ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়