প্রকাশ : ২৬ জুন ২০২২, ০৮:১৪
সেভেরোদোনেৎস্কের পতন, ইউক্রেনীয়দের যা বললেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা সেভেরোদোনেৎস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেই সব অঞ্চল মুক্ত করবে ইউক্রেন।
সম্প্রতি লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের পতন হয়। এর মাধ্যমে পুরো লুহানেস্ক এখন রাশিয়ার দখলে চলে এসেছে।
সেভেরোদোনেৎস্ক হারানোর পরই রুশদের কাছে হারানো সব অঞ্চল পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৪৫টি মিসাইল এবং রকেট ছুঁড়েছে রাশিয়া।
তিনি আরও জানান, সাধারণ ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করছে রুশ সেনারা।
এদিকে গত মাসে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের ২০ ভাগ অঞ্চল দখল করে নিয়েছে।
সেভেরোদোনেৎস্কের পতনের মাধ্যমে এটির পরিমাণ আরও বাড়ল।
বন্দর শহর মারিউপোল হারানোর পর বড় সেভেরোদোনেৎস্কের পতন ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ‘পরাজয়। ’
সূত্র: আল জাজিরা