শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২৩ জুন ২০২২, ১১:৩০

আসিয়ানের বৈঠকে জান্তার প্রতিনিধি

আসিয়ানের বৈঠকে জান্তার প্রতিনিধি
অনলাইন ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের বৈঠকে যোগ দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকার নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মায়া তুন উ। সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে ওই বৈঠক হয়।

আসিয়ানের সম্মেলনে মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধিকে বাদ দেওয়ার জন্য কিছু দেশের চাপ সত্ত্বেও তাঁকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো।

আসিয়ানের সঙ্গে একমত হওয়া শান্তি পরিকল্পনাকে সম্মান জানাতে ব্যর্থতার অভিযোগ এনে গত বছর জোটের সম্মেলন থেকে মিয়ানমারকে বাদ দেওয়া হয়।

এরপর থেকে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠকে যোগ দেওয়া মিয়ানমারের সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন হলেন মায়া তুন। মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জান্তা সরকারকে বৈঠকে রাখা না-রাখা নিয়ে ১০ সদস্যদেশের মধ্যে বিভাজন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়