শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২২ জুন ২০২২, ১১:৪৫

খারকিভে তীব্র হচ্ছে রুশ আক্রমণ, নিহত ১৫ ইউক্রেনীয়

খারকিভে তীব্র হচ্ছে রুশ আক্রমণ, নিহত ১৫ ইউক্রেনীয়
অনলাইন ডেস্ক

ইউক্রেনের খারকিভ অঞ্চলে সম্প্রতি রাশিয়ার ছোড়া গোলার আঘাতে অন্তত ১৫ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে আট বছরের একটি শিশুও রয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

টেলিগ্রামের এক বার্তায় গভর্নর জানিয়েছেন, রুশ হামলায় খারকিভ শহরেই মারা গেছেন শিশুসহ পাঁচজন। ছয়জনের মৃত্যু হয়েছে ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বের চুহুইভ এলাকায়।

এছাড়া খারকিভের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত জোলোচিভ এলাকায় রাশিয়ার ছোড়া গোলার আঘাতে নিহত হয়েছেন আরও তিনজন।

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির দিকে এগোনো চেষ্টা করছে রুশ বাহিনী। সেখানে তীব্র লড়াই চলছে। রাশিয়ার বিরুদ্ধে উরাগান মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহারের অভিযোগ তুলেছে খারকিভ পুলিশ প্রশাসন।

গত সপ্তাহে বেশ পূর্ব ইউক্রেনের ইজিয়াম জেলায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মঙ্গলবারও কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওইদিনের হামলায় আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন খারকিভের গভর্নর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়