প্রকাশ : ২১ জুন ২০২২, ১৫:৪৮
‘রাশিয়ার কারাগারে বন্দি ইউক্রেনের সহস্রাধিক বেসামরিক’
ইউক্রেনের দেড় হাজারেরও বেশি বেসামরিক মানুষকে রাশিয়ার কারাগারে আটকে রাখা হয়েছে। যুদ্ধবন্দি হিসেবে তাদের সেখানে রাখা হয়েছে, যদিও এমনটা হওয়া উচিত নয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরিনা ভেরেশচুক বলেন, কারাবন্দি বেসামরিক ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছাসেবক, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, পুরোহিত, স্থানীয় কাউন্সিলের ডেপুটি এবং স্থানীয় সরকার সংস্থার প্রধানরাও রয়েছেন অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।